আল-হামীদ পরম প্রশংসিত, নিজ
অনুপম কর্মগুণে, অসীম সত্ত্বায়
সকল শক্তির যোগে। অপার মায়ায়
গড়েছেন সৃষ্টি রাজ্য অনন্য সুন্দর।
ফলের ভিতরে থাকে সে ফলের বীজ
তার থেকে বৃক্ষ-তরু লতায় পাতায়
রোদে প্রশান্তি দেওয়া শীতল ছায়ায়
তাঁকে স্মরে বুদ্ধিমান, কৃতজ্ঞ অন্তর।
যে চোখে রয়েছে পর্দা দেখেনা সে চোখ
বিস্তৃত মহিমা তাঁর। দেহ প্রকৌশল
কি চমৎকার অঙ্গ চর্ম চুল নখ
আলাদা চেহারা হয়ে, মানব সফল
বিচারিক কার্যক্রমে।বুঝে বুদ্ধিমান
অফুরান সে মহান প্রভুর সম্মান।
হামীদু
হামীদু হে প্রশংসিত সকল কাজেতে
তোমার দোষের কিছু নেইতো কোথাও
মানুষে এমন বলা অমূলক সব
সত্য নেই দোষারোপে তোমার বেলায়।
কোন গুণে নেই যাঁর কোনই অভাব
তাঁর দোষ কোথা হতে আবিষ্কার হবে?
হামীদু বেলায় এটা হবেনা সঠিক
সত্যমতে তাঁর দোষ ধরা অসম্ভব।
হামীদু তোমার গুণ অবাক বিস্ময়ে
দেখছি তোমার কাজে সারাটা জীবন
সুষ্টি সব দেখি আমি দৃষ্টি মেলে মেলে।
কত সৃষ্টি চার দিকে ছড়ানো ছিঁটানো
তাতে মিলে আপনার কাজের হিসাব
সেজদায় পড়ে থাকি সর্বদা সেজন্য।
আল-হামিদ নামের ফজিলত
- হাবিবুর রহমান (হাবিব স্যার)
আল-হামিদ আল্লাহ মহা প্রশংসিত
কল্যান মহিমা সব তারই আনিত,
প্রশংসাতে হামিদের গুণগান করো
মন্দভাব দূর হবে মান হবে বড়।
আপনার অনিচ্ছায় হবেনা অকর্ম
প্রশংসনীয় সতত এ নামের মর্ম
সতত সুন্দর হবে সকল কল্যানে
আল-হামদু সূরাতে সর্বদায় স্মরো।
দেখছো যত মহান শত নেয়ামত
হামিদের মহিমায় পাবে সত্য পথ
এ নামেরই জিকেরে পাবেই জান্নাত।
দুনিয়াতে মেনে নাও তাঁর মতামত
আল্লাহর নামে সদা ঈমানে শপথ
আল-হামদু সিফাতে আদায়ে সালাত।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২