পরম পবিত্র প্রভু আস-সোবাহান
অন্যায় নাপাকি ভুল দোষ-ত্রুটি থেকে
দেখেছি হিসেব করে সব একে একে
কোথাও কাজেতে তাঁর নেই কোন খুঁত।
মানুষের মনে থাকে অন্যায়ের টান
কিছুতে থাকেনা মন সুপথ ও নেকে
মিলেনা তাদের সাড়া ভাল কাজে ডেকে
মরে নাকি তারা সব হয়ে যাবে ভুত!
আস-সোবাহানে যদি কারো থাকে মতি
মন্দ এসে ছন্দ তার করেনা ভন্ডুল
সুকাজেতে অনবদ্য থাকে তার গতি।
কূ-পথে মনের রঙ বদলে আমুল
বুঝেনা অবুজ সব কোথা চলে যায়
পরকালে তারা সব হবে নিরুপায়।
সোবাহান
সোবাহান ত্রুটিমুক্ত দোষহীন এক
পরম পবিত্র প্রভু সকল সময়
যাঁর মাঝে নেই কোন নাপাকী সামান্য
সকল বিষয়ে তিনি নিখুঁত উত্তম।
যারা জানে তারা তাঁকে প্রভু বলে মানে
অজ্ঞদের দল শুধু তাঁকে ছেড়ে যায়
বুঝেনা কোথায় তারা পথ ভুলে আছে
নির্বোধ বিপদে পড়ে উল্টা পথে হেঁটে।
সোবাহানে স্মরণেতে রেখে রাত দিন
দয়া তাঁর যথাযথ যদি পায় কেউ
কপালটা ভাল তার হবে পরকালে।
আর যারা অবোধের মত পথ চলে
কোথা হতে কোথা যায় বুঝেনা নিজেই
তাদের বিপদ হতে অপেক্ষা সামান্য।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৪