আল-কাবী অফুরান মহাশক্তিধর
সাজায়ে রাখেন সব মহাশক্তি দিয়ে
আবার করেন শেষ শক্তি কেড়ে নিয়ে
প্রাণশক্তি যুক্ত দেহ তাজা কচকচে।
শক্তিতে সকল ভাসে শূণ্যের উপর
টিকেও সকল থাকে শক্তির সঞ্চয়ে
শেষ হতে থাকে সব শক্তি ক্ষয়ে ক্ষয়ে
গেলেই প্রাণের শক্তি দেহ যায় পঁচে।
সবশক্তি নিয়ন্ত্রক আল-কাবী যিনি
এজগৎ গড়েছেন শক্তির নিরিখে
সব কিছুর নির্মাতা একমাত্র তিনি।
হবেনাতো শেষ তাঁর গুণ লিখে লিখে
যা আছে যে দিকে আছে অফুরান সব
অসীম সকল ক্ষেত্রে সে মহান রব।
কাভিয়্যু
কাভিয়্যু সকল ক্ষেত্রে শক্তিমান অতি
তাঁর শক্তি তুল্যে অন্যে নয়তো কিছুই
হয়ত এখন তিনি চুপ চাপ থেকে
দেখছেন ক্ষুদ্র তুচ্ছ মানুষ কী করে।
যে কালে দেখার শেষে ধরবেন তিনি
সে কালে রইবে সব মুঠির ভিতরে
চাপ দিলে কিচ কিচ করবে দাম্ভিক
মুরগীর বাচ্চাদের মত করে সবে।
দূর্বলের দাম্ভিকতা মারাত্মক ক্ষতি
ডেকে আনে ধরাখেলে সবলের হাতে
তখন কষ্টের আর থাকেনা কমতি।
কাভিয্যুর প্রতি হয়ে অবনত মন
সন্তুষ্টি বিধানে তাঁর সদা তৎপর
থেকে খুঁজে নিতে হবে জীবনের গতি।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০০