আল-হাক্ক মহাসত্য প্রমাণীত যাঁর
অস্তিত্ব একত্ব গুণ বাণী নবি সব
সৃষ্টি ও বাণীতে সেটা করে অনুভব
বুদ্ধিমান মানে তাঁকে মনপ্রাণ দিয়ে।
বোধগম্যতায় তাঁকে লাগে সাধনার
প্রচেষ্টা সুচারুরূপে যতটা সম্ভব
আলস্যে সে সত্য প্রতি সন্দেহ উদ্ভব
হয়ে দৃঢ় বিশ্বাসের মন যায় নিয়ে।
সত্যের প্রমাণ আছে পায় যদি খোঁজে
যে ভাবে সত্য নিজেই ধরা দিবে এসে
সে পায়না কোন সত্য তার কোন কাজে।
সে জন মিথ্যার স্রোতে যায় চলে ভেসে
নির্বোধের কাজ নয় সত্যে থাকা প্রীতি
মিথ্যায় আকন্ঠ ডুবা সে সবের নীতি।
হাক্কু
হাক্কু সত্য সর্বক্ষেত্রে, মিথ্যা নেই কোন
প্রমাণ লাগবে কত বে-শুমার আছে
খুঁজে তাকে নিতে হবে প্রয়োজন যার
সত্যে নেই প্রয়োজন ধরা দিতে নিজে।
যে পাবে সত্যের খোঁজ তার ভাল হবে
সে দেখবে অফুরান সুন্দর জগত
যাতে আছে রাশি রাশি আনন্দ সম্ভার
বিচরণ করে যাতে সে তন্ময় হয়ে।
অজ্ঞ দল অহেতুক মিছেমিছি বকে
সত্যপন্থি দলে তারা বোকাসোকা ভাবে
অথচ নিজেরা বোকা তা বুঝেনা তারা।
সত্য-মিথ্যা দ্বন্দ্বের অবশান নেই
মিথ্যাও নিজেরে করে সত্য দাবিদার
মৃত্যুতে মিথ্যার ভুল হবে পরিস্কার।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১