আশ-শাহীদ পরম সাক্ষী মহাকালে
বিদ্যমান যাবতীয় বস্তু ও শক্তির
পরিপূর্ণ অবস্থার। সে জন্য ভক্তির
মহাযোগ্য সে বিধাতা গুণে অনুপম।
নেই কোন কিছু যাঁর দৃষ্টির আড়ালে
তাঁর কাজ করা নয় কোন অযুক্তির
বুদ্ধিমান সাথে থাকে এমন চুক্তির
যাতে হয় জীবনের কষ্ট উপশম।
লুকানোর নেই কারো কোন সক্ষমতা
তাঁর থেকে।বেহিসেবে কেউ পার পাবে
হবেনা এমন।লোকে দেখে নিরবতা
অপরাধ করে, তারা কোথায় পালাবে?
উপস্থিত নিরাকার প্রভু সবস্থানে
ভয়পায় তারা তাকেঁ যারা এটা জানে।
শাহীদু
শাহীদু নিখুঁত সাক্ষী সবার কাজের
অদৃশ্যে আছেন তিনি সকলের সাথে
কেরামন কাতেবীন লিখেছেন ভুল
এমন বলার সাধ্য সে কারণে নেই।
হাকীম জানেন নিজে অপরাধ মাত্রা
কেরামন কাতেবীন শুধুই লেখক
সেই সাথে আরো আছে ব্যবস্থা অনেক
সে কারণে অপরাধী পাবেনাতো পার।
একেতো নিজেই সাক্ষি সেই সাথে আছে
কেরামন কাতেবিন লিখিত দলিল
এরপর জেরাতর্কে ধরা খেতে হবে।
সেদিনের বিচারের নিখুঁত রায়েতে
খুশীহবে ফরিয়াদী সুবিচার পেয়ে
অপরাধী দলপাবে শাস্তি নিরন্তর।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০