আল-মুতি মহাদাতা, দানে অফুরান
সমৃদ্ধ মহাজগৎ সাক্ষ্য দেয় তাঁর
চমৎকার দানের সেরা উপহার
কতখানি অনুপম বিচারে সার্বিক।
নদী বুকে পলি বয় জোয়ারের টান
জলজ সম্পদে ভরা সাগর অপার
স্থলভাগে ফসলের বিপুল বিস্তার
দীগন্তের সব দিকে সকল অধীক।
কি নেই জগৎ জুড়ে সব আছে তাতে
এসবের ভাবনায় করে অনুভব
মানুষেরা নেয় সব জীবন সাজাতে।
লোকে খাটে সুখ পেতে যতটা সম্ভব
মুতি দেন সে সকল নিজ মমতায়
তাঁর হাতে সকলের সৌভাগ্যের দায়।
মু’তিইউ
মুতিইউ দানকারী সাকুল্যে সকল
সবকিছু তাঁর থেকে মিলে পার্থনায়
যদি থাকে প্রাপ্যতার যোগ্যতা সঠিক
অপাত্রে কিছুই তিনি করেননা দান।
সুপাত্র-অপাত্র কারা মুতিইউ সেটা
যথাযথভাবে বুঝে তারপর তিনি
প্রার্থনা মঞ্জুর করে প্রদান করেন
যাকে যেটা দিতে চান বিবেচনা মতে।
নিজেরে যে যোগ্যভাবে নিজ চিন্তামতে
সেজন প্রাপ্তির ক্ষেত্রে অধিক অযোগ্য
এমন লোকের ঝুটে শুধুই বঞ্চনা।
নিজেকে পরের চেয়ে বড় মনে করা
ইবলিশি চরিত্রের ঘৃণিত নমুনা
প্রার্থনা কবুল হয় নম্র কামনায়।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩