আল-ওয়াদুদ মহা বন্ধু আমাদের
সুখে দুঃখে সকলের কল্যাণ সাধনে
জড়ায়ে রাখেন যিনি মায়ার বাঁধনে
বান্দাদের দয়া দানে স্নেহে চিরকাল।
তাঁর পানে নেই কোন চেতনা যাদের
অভাগা সে সব জন।শয়তানি বানে
দিশেহারা হয় তারা, তাদেরকে টানে
জাহান্নাম দূর্নিবার, কি পোড়া কপাল!
কৃতজ্ঞ জনের প্রিয় মহান মাবুদ
প্রশান্তি ছড়িয়ে দেন সবার আত্মায়
নিজ করুনায় কত।পাপের বারূদ
না থাকলে মনে কারো এটা বুঝা যায়।
এ বান্ধব সাথে যদি কেউ রাখে প্রীতি
তবে তার কোন কালে রইবেনা ভীতি।
ওয়াদুদু
ওয়াদুদু সৃষ্টিকুলে সর্বদা সদয়
বলেন না ছাড়বনা ত্রুটি হয়ে গেলে
সে জন্য স্বাচ্ছন্দ মনে জীবন যাপন
করা যায় তাঁর রাজ্যে শান্তিপূর্ণভাবে।
কথায় কথায় যদি দোষ ধরা হতো
গ্রেফতার যদি হতো কথায় কথায়
যদিনা মিলতো কারো অবকাশ কোন
তবেতো সৃষ্টির হতো কঠিন জীবন।
অথচ কি অনায়াশে ত্রুটির নিষ্কৃতি
মিলে যায় সব কাজে যখন তখন
এ জন্য সবাই করে খুশীমনে কাজ।
মালিকের দয়ামন শ্রমিকের জন্য
নিতান্ত প্রয়োজনীয় নির্বিগ্ন কাজেতে
ওয়াদুদু সে ব্যাপারে অতুল্য অনেক।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২