আল-ওয়াসি পরম প্রশস্ত মহান
সর্বত্র বিরাজমান সর্বব্যাপি যাঁর
বিদ্যমান অনুপম ক্ষমতা অপার
অসাধ্য সাধনে আছে সম্পূর্ণ সচল।
সকলের প্রতি তাঁর দয়া অফুরান
তিনি ছাড়া এজীবন অচল অসার
বাঁচান বিপদ হলে তিনি বার বার
তাঁর করুণায় ঋদ্ধ জগৎ আঁচল।
যে দিকে তাকাই দেখি পরিপূর্ণ রূপে
সকল সাজানো আছে মন ছুঁয়ে যায়
তাঁর কার্যব্যবস্থায় ভাবলে নিশ্চুপে
দেখি সব গড়া তাঁর গভীর মায়ায়।
সৃষ্টিরা সুন্দর কত রূপময় অতি
যে সবে আল-ওয়াসি মুগ্ধতার জ্যোতি।
ওয়াসি
ওয়াসি প্রসস্ত মন দয়ায় বিশাল
অন্তহীন করুণায় অনুপম তিনি
অবারিত আছে তাঁর সৃষ্টির সম্ভার
সকল পরের জন্য ভোগের সামগ্রি।
কত মনে কত রুচি কত কামনায়
তারা চায় সুখে থাকে চিরকাল জুড়ে
তাদের চাহিদা বুঝে সৃষ্টি করে সব
ওয়াসি ছড়িয়েছেন জগৎ সমূহে।
এমন কি স্থান আছে যেথা নেই কেউ?
কেউ না থাকলেও যে ওয়াসি আছেন
অন্য কেউ যেথা নেই। তিনি ছাড়া স্থান
কল্পনায় কারো নেই, সর্বত্র সে প্রভু
মহাবিদ্যমান থেকে সকল শাসন
করেন অনন্ত কাল অনন্য ওয়াসি।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪