আল-বাইছ সকল সৃষ্টির পরম
পুনুরুজ্জীবনকারী। তাদের মৃত্যুর
পরেতে আবার বেজে জীবনের সুর
ঘটবে পুনুরুত্থান; সে এক বিস্ময়।
পাপীদের দূরবস্থা তখন চরম,
হবে বড় ভীতিকর। দুঃখের প্রহর
শুরুহবে, কষ্টকর বিষের কহর
সম হবে যেন সবে তখন সময়।
তারাতো বুঝেছে মরে হয়ে যাবে মাটি;
বুঝেনি এমন হবে। মহা সত্য সনে
তাদের ছিলনা সখ্য।সে কথা যে খাঁটি
হয়নি তখন কোন অবোধের মনে।
পুনুরুত্থানে চাইলে সাফল্যের ফল
সুপথে চলতে হয় বোধে অবিরল।
বায়িছু
বায়িছু পূণর্জীবন প্রদান করেন
মৃতকে বুঝিয়ে দিতে বিগত দিনের
কর্মফল ন্যায়দন্ডে কড়ায় গন্ডায়
সুবিচারে যেন আসে প্রশান্তি সবার।
অত্যাচারীতদের কি আকুতি আত্মায়
ঘুরে ফিরে জেগে উঠে মহাবিচারের
প্রত্যাশায় অনিবার, বায়িছু করেন
পূণর্জীবনে তাদের সে ইচ্ছা সার্থক।
আল্লাহ বায়িছু বলে হিসেব নিকেষে
অপেক্ষা থাকছে আরো, এখানেই শেষ
নয় জানে নিপিড়িত দূর্বল মানুষ।
অত্যাচারী অবশেষে বড় ধরা খেয়ে
হবে আক্রান্ত নিজের চেয়ে বড় এক
আল্লাহর বিচারিক আদালতে এসে।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪