আল-মুজীবু সবার উদ্ধারে বিপদ
পরম সাড়া প্রদান করেন ডাকেতে।
সে জন্য বিফলে গিয়ে কখনো ডাকাতে
নিরাপদে ঘরে ফিরে বহু অসহায়।
জীবন সবার এক অতুল্য সম্পদ
সেটাই হারাতে গেলে শত্রুদের হাতে
অথবা পড়লে কষ্টে নিশিথের রাতে
তখন বাঁচায় আশা মুজীব দয়ায়।
অভাব কখনো নেই খবিশি ছলের
তারাতো বসেই থাকে প্রতি পথ প্রান্তে
তখন ভরসা মনে প্রাণীর দলের
মুজীবে কাছেই পায় সব পরিশ্রান্তে;
তাঁর করুণার ধারা বয়ে অবিরল
সর্বত্র সবার হয় বাঁচার সম্বল।
মুজীবু
মুজীবু দোয়াতে দেন উত্তম জবাব
প্রার্থনায় তাঁর থেকে নেয়ামত মিলে
প্রার্থনা কারীর প্রতি মুজীবু সন্তুষ্ট
থাকলে প্রার্থনা হয় সর্বদা কবুল।
অবশ্য পরীক্ষা শাস্তি অনেক সময়
প্রার্থনা ব্যাপারে আনে সাফল্য হীনতা
তথাপি প্রার্থনা ছেড়ে দেয়া ঠিক নয়
কারণ প্রার্থনা তাঁর খুশির কারণ।
দয়াময়ের দয়ার ভিখারী হওয়া
মানে তাঁকে মনেপ্রাণে দয়াময় মানা
সেজন্য এ ইবাদত বান্দার বেলায়।
প্রার্থনা নগদ ফল যদিও না আনে
তথাপি এ ইবাদতে সওয়াব হয়
কাজেই মুজীবু কাছে দোয়া করা ভাল।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮