আর-রাকীব পরম তত্ত্বাবধায়ক,
তীক্ষ্মপর্যবেক্ষক এ মহাজগতের
প্রতিটি সৃষ্টির সর্ব দিক বলয়ের
সুচারু সুন্দর রূপে পালনে সকল।
এ মহামহিম এক শান্তি প্রবাহক
অশান্তির নিবারনে।সুস্নিগ্ধ মতের
চেতনায় আছে তাঁর সর্ব মঙ্গলের
চিন্তা যা প্রবাহমান থাকে অবিরল।
তত্ত্বাবধায়নে থেকে সকল সময়
বিধাতা দেখেন তাঁর সৃষ্টির সুগতি
যেন না কোথাও হয় কোন অপচয়।
তত্ত্বাবধায়ন কাজে থাকলে অগতি
সবকিছু সহজেই হয়ে গিয়ে নাশ
অল্পতেই হয়ে যেত সৃষ্টির বিনাশ।
রাক্বীবু
রাক্বীবু পাহারাদার সকল সৃষ্টির
তাঁর পাহারায় থাকে সৃষ্টি নিরাপদে
বিবিধ কারণে তবে বিপদও ঘটে
সে ক্ষেত্রে এ নিরাপত্তা তুলে নেন তিনি।
তবে তাঁর পাহারাটা থাকলে বহাল
হয়না সৃষ্টির ক্ষতি কোন কিছুতেই
সেজন্য চাই তাঁর সন্তুষ্টি বিধান
আরো চাই সেই সাথে নিজের প্রচেষ্টা।
যে চায় নিজেই যেঁছে পড়তে বিপদে
তার পাহারার দায় হয়ত রাক্বীবু
নিবেননা রক্ষায় তাকে বিপদের থেকে।
সব কিছু মিলে যায় নিয়ম মাপিক
অনিয়মে কোনকিছু আশা করা ভুল
তবেই রাক্বীবু থেকে নিরাপত্তা মিলে।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮