আল-কারীম পরম অনুগ্রহদাতা,
মহাসম্মানিত প্রভু।মমতায় যাঁর
জীবের জীবন ধন্য।আশ্রয় সবার
গড়েছেন সে মহান শান্তিময় করে।
একাই পারেন সব মহান বিধাতা
নেই তাঁর কোন কিছু অপারগতার
ব্যবস্থা করেন তিনি সবার বাঁচার
পরিপূর্ণ স্নেহ তাঁর সবার উপরে।
আল-কারীমের চির দয়া অফুরান
বিস্তৃত জগৎ জুড়ে, সৃষ্টি দলে দলে
বেঁচে থাকে সে দয়ায়, প্রলয়ের বান
থামে তাঁর করুনার আদেশের বলে।
অবারিত দয়া যাঁর সকলেই পায়
কৃতজ্ঞ অন্তর তাঁকে সম্মান জানায়।
কারিমু
কারিমু সবার প্রতি অনুগ্রহকারী
সমগ্র জগৎ তাঁর অনুগ্রহপায়
যার যেটা প্রয়োজন দিয়ে দেন তিনি
নিজ দয়াগুণে সব অকৃপনভাবে।
তাঁর সব দান আছে প্রকৃতির মাঝে
মানুষের সে সকল খুঁজে নিতে হয়
অলসের ভাগ্যে সেটা খুব কম ঝোটে
পরিশ্রমে মিলে যায় কারিমুর দান।
শাস্তি ও পরীক্ষা ক্ষেত্রে বঞ্চনায় পড়ে
কারিমুর দান যারা অস্বীকার করে
তাদের নাফরমানী নয়তো সঠিক।
কারিমু উদারভাবে আয়োজন করে
সর্বক্ষেত্রে সব কিছু নতুবা মানুষ
পদে পদে প্রতিক্ষেত্রে পড়তো বিপদে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯