আল-হাসীব হিসেবে নিখুঁত মানের
মহাহিসাবরক্ষক।যাঁর মন চায়
সকলেই সুবিচার যেন পেয়ে যায়
দুনিয়া ও আখেরাতে পরিপূর্ণ রূপে।
হিসাব গ্রহণকারী সে মহামান্যের
জমা আছে সব কিছু হিসাব খাতায়
সেথায় অক্ষম সব অন্যথা করায়
পাপীদের ঠাঁই হবে জাহান্নাম কূপে।
ফাঁকি-ঝুঁকি নেই কিছু হাসিব হিসেবে
পাপেতে সামান্য কেউ পাবেনাতো ছাড়
তাদের পাপের শাস্তি অবশ্যই হবে।
কূ-লোকের মটকাবে অবশেষে ঘাড়
হাসরের মাঠে মহা হিসাবের কালে
অশেষ ঝুটবে শাস্তি পাপীর কপালে।
হাছীবু
হাছীবু হিসাব করে করেছেন সব
রেখেছেন সব কিছু হিসাব করে
হিসাবেতে নেই তাঁর কোন কিছু ভুল
একচুল ভুল তাতে পাবেনাতো কেহ।
আকাশে তাকিয়ে দেখ নেই কোন খুঁত
দেখনা নিখুঁত কত তোমার সৃজন
কত ভাল আছে সবে তাঁর হিসেবেতে
করলে হিসাব কেহ বুঝবেই তাঁকে।
বেহিসাবে মানুষেরা ভুল পথে চলে
বলে কত ভুল কথা ভুল মতবাদে
ভুলের মাসুল সবে দিতে হবে শেষে।
হাছীবু হিসাব সব রেখেছেন জমা
ক্ষমা তার হবেনাতো ধরবেন যাকে
তাঁর ভয় রেখে মনে চলাচল ভাল।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮