আল-মুকীত পরম জীবন সম্বল
দাতা দয়াময় প্রভু।অবারিত তাঁর
বাঁচার উপকরন। যেথা লাগে যার
যতকিছু সব আছে প্রয়োজন মত।
পানিতে রয়েছে মাছ গাছে গাছে ফল
পশু-পাখি ও ফসল আছে বে-শুমার
যেথায় যেমন লাগে সুখেতে সবার
রয়েছে তা’ অফুরন্ত লাগে যার যত।
পরিশ্রম করে সব মানুষেরা পায়
সঞ্চিত তা আছে বলে বিস্তর অধিক
নতুবা হাজার কষ্টে হয়ে নিরুপায়
দেখতো মানুষ তার কিছু নেই ঠিক।
যার দানে সৃষ্টি পায় প্রয়োজনে সব
কৃতজ্ঞ অন্তর তাঁকে করে অনুভব।
মুক্বীতু
জীবন উপকরণ দানকারী হয়ে
মুক্বীতু সবার পাশে থাকেন সর্বদা।
কোথাকার কিযে লাগে তিনি তা’বুঝেন
অনুভবে তাঁর মতো আর কেহ নেই।
যে কালেতে যে বিষয় প্রয়োজন বেশী
সে কালেতে সে বিষয়ে প্রাচুর্যও থাকে
যে স্থানে যে জিনিসের চাহিদা ভীষণ
সে স্থানে তেমন মিলে পরিমাণ মতো।
মুক্বীতু না নিলে কোন উত্তম ব্যবস্থ্যা
মানুষের দূর্দশার থাকতোনা শেষ
যে জাতি বিপদে পড়ে তারা বুঝে এটা।
যার যা না হলে নেই বাঁচার উপায়
তার তেমন পাওয়া সকল সময়
মুক্বীতু করেন এর সার্থক ব্যবস্থা।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪