আল-হাফীজ পরম রক্ষাকারী সব
সৃষ্টিদলে, হেফাজতে তারা থাকে তাঁর
করুণার ছায়া তলে।গুণেতে অপার
মহাসংরক্ষণকারী মুখস্তবিদ্যায়।
পরম স্মরণ শক্তি বলে অনুভব
করে অতীতের সব। হারায় না তাঁর
অনুপম সুরক্ষিত স্মৃতির ভান্ডার
মহাশক্তিমান তিনি জগৎ রক্ষায়।
ইয়া হাফিজু ডাকায় বিপদের কালে
মনে হয় অদৃশ্যের সাড়া পাই বেশ
আনন্দেতে ভরে মন শত্রুরা পালালে।
অন্তরে থাকেনা কোন দুশ্চিন্তার রেশ
নিমিশেতে হয়ে যায় সব উপশম
আল-হাফিজের গুণ এমন উত্তম।
হাফিজু
হাফিজু রক্ষা করেন সকল কিছুর
বিপদ আপদ আর মুছিবত থেকে
সবার সকল ক্ষেত্রে একান্ত ভরসা
সে মহান অফুরান সমগ্র জগতে।
হেফাজত কাজে তিনি তেমন উত্তম
তাঁর হেফাজতে কোন লয়ছয় নেই
যেথায় যেমন আছে রইবে তেমন
বিন্দু মাত্র ক্ষয় ক্ষতি হবেনাতো তাতে।
কারো ক্ষেত্রে তিনি যদি সুরক্ষা ছাড়েন
তবে তার থাকেনাতো রক্ষার উপায়
তার হয় বিপদের ষোল কলা পূর্ণ।
অবশ্য বিপদ শুধু পাপেই ঘটেনা
কোন ক্ষেত্রে সেটা হয় পরীক্ষা কারণে
সে ক্ষেত্রে হাফিজু লাগে ঈমান রক্ষায়।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯