আল-আ’লী সকলের উপর ওয়ালা
অধিষ্ঠিত সর্ব উচ্চে, আর সব তাঁর
দান থেকে প্রাপ্ত হয়ে জীবন সম্ভার
চিরকাল থাকে তাঁর মুখাপেক্ষি হয়ে।
আল-আ’লীর দয়ায় জীবন উজ্বালা
হয় সব প্রাণীদের।সর্ব সাধনার
তিনি এক সুমহান, সুখে বাঁচবার
জন্যে সবে প্রয়োজন এ করুণাময়ে।
‘উপর ওয়ালা জানে’ সকলেই জানে
কার কোথা মঙ্গলের আছে কোন গতি
এজানা সহজ, থেকে উপর আসনে।
নীচের সবার জন্যে মঙ্গলের মতি
উপর ওয়ালা হয়ে আল-আ’লী এক
অনুপম বন্ধু প্রিয় জীবনে প্রত্যেক।
আলীয়্যু
আলীয়্যু উন্নত সব গুণের নিরিখে
উন্নত সকল কিছু প্রাপ্ত তাঁর থেকে
নতুবা মানুষ সব অনুন্নত থেকে
করত পশুর মতো জীবন যাপন।
অবশ্য উন্নতি আসে মানব চেষ্টায়
যদিও উৎস এর আলীয়্যু সর্বদা
তিনি না করলে কারো উন্নতি কিছুই
হতোন কখনো গিয়ে সাধনা বিফলে।
মানুষ দেখছে তার উন্নতি নিয়মে
মিলছে সে জন্য তারা আলীয়্যু স্মরণ
করেনা নির্বোধ মনে অকৃতজ্ঞ হয়ে।
অতঃপর নেয়ামত কেড়ে নিলে তারা
তাদের সকল ফের বঞ্চনায় পড়ে
তথাপি এসব বুঝে খুব কম লোক।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩২