আল-গাফুর পরম ক্ষমাশীলতায়
জগৎ পালনকরে পাপ ছাড়বার
দেখান প্রশস্তরাস্তা।কেটে হতাশার
আবদ্ধ বন্ধন লোকে চলে পূণ্যমনে।
পাপেতে আকন্ঠ ডুবে লোকেরা লজ্জায়
যখন পায়না পথ ফিরে আসবার
সে সময় ক্ষমাবাণী মন ভরসার
নিদারুণ উপলক্ষ্য হয় প্রতিজনে।
পাপের আঁধার পথে অনেক অনেক
চলে ফিরে দেখে লোক কত পাপ জমা
কল্পনায় সে সকল দেখে এক এক
ভাবে বুঝি এসবের হবেনাতো ক্ষমা!
বলেন আল-গাফুর ক্ষমাপাবে খুব
শর্ত হলো তওবায় দিতে হবে ডুব।
গাফুরু
গাফুরু অপার ক্ষমা গুণের আধাঁর
গুনাহগার ভরসা তাঁর সে গুণের
তাদের মনের তাতে আশার সঞ্চার
হয়কত নিরবধি আশ্বস্ত অন্তরে।
গুনাহগারে সরায়ে রাখলে দূরেতে
তাদের কষ্টের কোন থাকতনা শেষ
গাফুরু তাদের ক্ষমা করে কাছে টেনে
তাদের করেন সুখী আনন্দ ধারায়।
ক্ষমা চাই বলে বান্দা অশ্রুপাত করে
হাত তুলে মুনাজাত করলে গাফুরু
তাতেই সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দেন।
এমন মাবুদ শুধু আছে একজন
যাঁর কাছে সকলেই আব্দারে সমান
নিরপেক্ষ ভাবে তিনি করেন বিচার।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০