আল-আজীম পরম মর্যাদাবানের
আসনে আসিন থেকে দায়িত্বের দায়
সুচারু সুন্দর রূপে পালন করায়
অনেকের পান তিনি অকুন্ঠ সম্মান।
যারা তাঁরে ভুলে থাকে ঘোরে অকামের
তারা সব হবে শেষে মহানিরুপায়
তাদের জীবন শেষে মরন যাত্রায়
দেখবে তাদের টানে বিপদের বান।
যে করে সবার ভাল তাঁরে মানে সব
উপকার ভোগীগণ। তাঁর কাছে নতি
স্বীকার করেন সবে যতটা সম্ভব।
মর্যাদাবানের গুণে সৃষ্টিদের ক্ষতি
হয়না ইচ্ছায় তাঁর, অনিচ্ছার তাড়া
সকলে সর্বদা রাখে সুখ-শান্তি ছাড়া।
আজীমু
আজিমু সৃষ্টির প্রতি মহত্বে মহান
মহিয়ান প্রভু প্রিয় অন্তরে সবার
উদারতা ধন্য তিনি সমগ্র জগতে
সকলের জন্য তাঁর রয়েছে কল্যাণ।
ত্রুটিহীন পরোয়ার নিখাঁদ মঙ্গলে
দেখেন কোথায় কার কি অভাব আছে
সকলের প্রয়োজন মিটাতে নিরন্ত
ব্যবস্থা করেন তিনি সকল সময়।
মহত্বের দার তাঁর বন্ধ যদি থাকে
তাহলে মানব কূল দেখবে নরক
মরার আগেই এই পৃথিবীর মাঝে।
মানুষ অন্যায় কত বেশুমার করে
সে সব না ক্ষমা করে দিলে মহিয়ান
পৃথিবী অনেক আগে হয়ে যেত শেষ।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৭