আল-হালীম পরম ধৈর্যশীলতার
পরিচয় প্রদানেতে জগৎ শাসন
করেন।যেথায় তাঁর অটল আসন
নড়েনা তড়িৎকাজে অন্যের কথায়।
অথচ পাপীর মনে শাস্তি কামনার
কি আকুতি!তাদের কি উচাটন মন
অপেক্ষায় থাকে শাস্তি আসবে কখন
অবসান হয় যার মৃত্যু যন্ত্রণায়।
কাম্য শাস্তি এসেপড়ে মছিবত ঘটে
দৃষ্টির ধোঁয়ায় খুঁজে পালাবার পথ
পায়না তখন সেটা পরপার তটে।
পরপার বিশ্বাসটা ছিল যথাযথ
বুঝেনি অভাগা জন সময়ের কালে
বুঝবে বিপদ এসে ঝুটলে কপালে।
হালিমু
হালিমু অসীম ধৈর্যে আছেন নিরব
কতজন কতকিছু করছে নিরন্ত
তাঁকে ছেড়ে অন্য কারো ইবাদত করে
করেননা কিছু তিনি এসব দেখেও।
অত্যাচার করে কত অত্যাচারী দল
অনাচারে দুনিয়াটা সয়লাব হলো
এসব ধরতে গেলে দুনিয়া উজাড়
হয়ে এই পৃথিবীটা জন শূণ্য হবে।
মানুষ যা কিছু করে হালিম দেখেন
দিয়েছেন অবকাশ ক্ষণিক কালের
সময় সমাপ্ত হলে ধরবেন সব।
এখন ধরতে বলে যে সব মানুষ
ধরলে হয়ত তারা রইবেনা বাদ
কাজেই কাজেতে তাঁর প্রশ্নতোলা ভুল।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯