আল-খাবীর সম্যক সর্ব অবগত,
সকল ব্যাপারে জ্ঞাত, অবহিত সব
যেথায় যা আছে সব করে অনুভব
সিদ্ধান্ত সঠিকভাবে ঘোষণা করেন।
তাঁর প্রতি জ্ঞানী দল থাকে অনুগত
মূর্খরা বিরুদ্ধে তাঁর করে কলরব
সময়ের অপচয়ে যতটা সম্ভব
জ্ঞানীগণ মূর্খ থেকে দূরেতে থাকেন।
বে-খবরনন যিনি তাঁর শুদ্ধতার
চিন্তাথাকা চেতনায় অতীব উত্তম।
মূর্খদল অহেতুক দোষ খোঁজে তাঁর
অথচ নিজেই তারা নিতান্ত অধম।
স্মৃতির ভান্ডার যাঁর অসীম বিশাল
সর্বত্রে বিশুদ্ধ তিনি জুড়ে মহাকাল।
খাবীরু
খাবিরু রাখেন সব খবর সবার
কোথায় কি ঘটে সেটা তিনি অবগত
তাঁর অগোচরে কিছু হয়না কোথাও
বে-খবর নন তিনি কোন কিছুতেই।
তাঁর সাথে ফাঁকিঝুকি নয়তো সম্ভব
সবার মনের সব ভাবনা জানেন
সবার সকল কাজ সবটা দেখেন
তাঁর থেকে লুকালুকি পুরো অসম্ভব।
লুকিয়ে করলে পাপ খাবীরু জানেন
লুকিয়ে আবার তিনি ক্ষমাও করেন
সে জন্য অপরে পাপ নাজানানো ভাল।
অপরে জানালে পাপ সাক্ষি হয়ে শেষে
ক্ষমার পথটা তারা বন্ধ করে দেয়
এ খবর সকলের থাকাটা উত্তম।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২