আল-লাতীফ সকল গোপন বিষয়
অবগত অমায়িক সুক্ষ্মদর্শী যাঁর
রয়েছে দৃষ্টান ঢের মহাভদ্রতার
যা দেখি রাজত্বে তাঁর অন্তহীন ভাবে।
ওরে কার আছে ভাল চিন্তা বোধদয়?
শুন আল-লতিফের বলি সমাচার,
অবকাশে অহেতুক ভাবে দূরাচার
অপরাধ করে তারা পার পেয়ে যাবে!
একদিন শেষ হবে প্রলয়ের বলে
পাপীদের রাজ্য পাঠ।আগুনের তাপ
বুঝবে কঠিন কত পাপী দলে দলে।
ওরে ছেড়ে দেরে পাপ কর অনুতাপ
লতিফের সাথে থাক আচারে উত্তম
ভদ্রতায় অভদ্রতা নিতান্ত অধম।
লাতীফু
লাতীফু জানেন সব লুকানো বিষয়
তাঁর দৃষ্টি আড়ালেতে নেইতো কিছুই
কে করবে পাপ কার কোথায় কিভাবে?
সব তিনি অবগত যেথায় করুক।
বাইরে দেখেন তিনি অনুরূপ তাঁর
ভেতরে দেখার দৃষ্টি আছে পরিমেয়
নিকট দূরেতে তিনি দেখেন সমান
মনের কথাও তিনি জানেন সকল।
যাঁর কাছে গোপনীয় নেইতো কিছুই
তাঁকে ভয় করে চলা সবার উচিত
গোপনেও পাপ কাজ করা ঠিক নয়।
সাবধানে মার নেই ভুলে ডুবে সব
লতীফু যেমন তাঁরে ভাবলে তেমন
ভালহতে পারা যায় চরিত্রে সুন্দর।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২