আল-বাসীর দেখায় সর্বদ্রষ্টা হয়ে
যা আছে দেখেন সব।তাঁর থেকে আর
লুকিয়ে থাকার স্থান, কোথা আছে কার?
সবার সকল তিনি সবটা দেখেন।
তিনি থাকেন যাদের চিন্তা বোধদয়ে
তাদের থাকেনা মন কূ-পথে চলার
আল-বাসীরে দেখায় কি থাকে বলার?
সবার কাজের তিনি হিসেব রাখেন।
পাপীরা ধোকায় পড়ে করে পাপ কাজ
অবিশ্বাস তাদেরকে রাখছে কূ-মতে
অহমিকা ভরা সব পাপীর সমাজ।
পাপীর ভীষণ রাগ পাপের অমতে
সব কিছু শেষ হবে মরনের ডাকে
তখন সবাই সত্য খুব বুঝে থাকে
বাসীর
বাসীরু প্রদর্শন কারী সত্য মিথ্যা ভেদ
সুচারু সুন্দর করে সাবলিল ভাবে
দেখতে যে চায় তার নিখাদ ইচ্ছায়
মনপ্রাণ এক করে বিনয়ের সাথে।
যে ভাবে একাজ নয় তেনার গরজ
তার জন্য অজ্ঞতার অন্ধকার আছে
সত্যের সুন্দর তার নজর এড়িয়ে
চলে যায় ভিন্ন পথে চিরকাল জন্যে।
বাসীরের প্রিয়জনে আদবের সাথে
সম্মান জানিয়ে জান সত্যের সুপথ
নতুবা মিলবে ভাগ্যে অপার বিপদ।
নিজের জ্ঞানেতে নয় বড়াই কখনো
জ্ঞানীকে জিজ্ঞাস কর কি জানেন তিনি
জেনে শুনে কর পরে জীবন যাপন।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭