আস-সামী সর্বশ্রোতা শুনেন সকল
কে বলে কোথায় বলে কি বলে কখন
সব তিনি শুনেনেন যে বলে যখন
শব্দ না হলেও তিনি শুনেনেন সব।
শ্রবণে না হয়ে তিনি কখনো বিকল
কি বলে বুঝেন সব মানুষের মন
তাঁর থেকে লুকানোর নেই কোন বন
শুনায় তাঁর নিকট সকল সম্ভব।
মানুষেরা চার দিকে নজর বুলিয়ে
কারে ছেড়ে তারা সব কার পথ ধরে?
কার সাথে কারে কেউ ফেলছে গুলিয়ে?
আস-সামী সে সবের হিসেবটা করে।
সকল শুনেন বলে কাজে নেই ফাকি
সেজন্য আমরা তাঁকে কায়মনে ডাকি।
সামীউ
সামীউ শুনেন সব যে যা বলে যেথা
মনে মনে বলা কথা তা’ তিনি শুনেন
এমন শুনার শক্তি আর কারো নেই
তাঁর থেকে কোন কথা রয়না গোপন।
বিশ্বসী গোপনে কথা বলেনা এমন
যা শুনে সামীউ মনে হবেন নাখোশ
যা শুনে আক্রোশ তাঁর জমবে মনেতে
যার জন্য পরকালে শাস্তি পেতে হবে।
মানুষ বেঁহুশ বড় বুঝে খুব কম
অযথা অযথা তারা বলে কত কথা
বুঝেনা এজন্য সে যে পড়বে বিপদে।
অদৃশ্য সামীউ আছে সকলের সাথে
না দেখে মানুষ তাঁরে যা খুশি তা’বলে
বুঝবে কথার মূল্য শাস্তির সময়।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩০