আল-আলীম সমগ্রে মহাপরিজ্ঞাত
অনন্য ক্ষমতাশালী।জ্ঞানের সঞ্চয়
অফুরন্ত আছে তাঁর।সকল বিষয়
জানেন সে জ্ঞানবান, চির মহিয়ান।
তিনি ছাড়া সকলের রয়েছে অজ্ঞাত
বাস্তব অনেক কিছু।তাঁর পরিচয়
তিনি ছাড়া সর্বজ্ঞান আর কারো নয়,
অন্তহীন জ্ঞানালোকে তিনি গরিয়ান।
আল-আলিমের জ্ঞানে সুচারু সুন্দর
সমগ্র জগৎ তাঁর।দুর্বার অটল
দেখে সে জ্ঞানের রাজ্য সানন্দ অন্তর।
মনোরম পরিপাটি সকল সচল
কতরূপে এজীবন চলে নিয়ে গতি
তাঁর মান্যতায় ভাল শেষ পরিণতি।
আলীমু
আলীমু জানেন সব সর্বত্র থাকায়
বিদ্যমান সত্ত্বারূপে পরিপূর্ণরূপে
অজ্ঞাত কিছুই নেই তাঁর থেকে কিছু
পরিজ্ঞাত তিনি সব সম্পূর্ণ মাত্রায়।
মনভাব অনুভব কিছুমাত্র কারো
লুকানো সম্ভব নয় জানি তাঁর থেকে
ঠিক ঠিক সব তিনি বলতে পারেন
অপরাধী তাঁর থেকে পাবেনাতো পার।
আলীমুর উপস্থিতি সবসৃষ্টি সাথে
অজ্ঞতায় তাঁরে নাহী রাখে কোন কালে
অতিসয় ক্ষুদ্র কোন সৃষ্টির ব্যাপারে।
এতশত জানাজানি সে কারণে তাঁর
অসীম গুণেতে নেই কমতি কোথাও
অতুল্য সত্ত্বায় তিনি চির মহিয়ান।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৭