পরম কঠোর তিনি আল কাহহার
হাসরের বিচারিক আসন নিবেন
বকেয়া পাওনা সব বুঝিয়ে দিবেন
পাপিকে সে দিন তিনি, নিখুঁত হিসেবে।
অবিশ্বাস হয়ে যাবে সে দিন অসার
তাদের সবার হবে লুপ্তপ্রায় জ্ঞান
ভেঙ্গে যাবে অহেতুক কল্পনার ধ্যান
ফেরেশতারা তাদের জাহান্নামে নিবে।
অপরাধে শাস্তিদানে দয়াময় নয়
আল-কাহহার কভু।কত মজলুম
জানে পাপী শাস্তিপাবে একান্ত নিশ্চয়।
এখন পাপীর মাঝে আনন্দের ধুম
অবশেষে কাহহার টুটি চেপে চেপে
তাদের দিবেন শাস্তি পাপ মেপে মেপে।
ক্বাহহারু
ক্বাহ্হারুর কঠোর, শাস্তি বিধানেতে
জালিমের দল ধরা খাবে পরকালে
পালাবার পথ সেথা পাবেনা সে সব
হাতে হাতে পাবে তারা জুলুমের ফল।
মজলুম সুবিচারে মন শান্তি হয়ে
আল্লাহর গুণগান গাইবে আনন্দে
জান্নাতের সুখরাজ্যে বসবাসে তারা
দেখবে জালিম সব পোড়ে জাহান্নামে।
সুবিচারে ক্বাহ্হারু করুণার বসে
ছেড়ে নাহি দিয়ে কোন জালিম বজ্জাতে
মজলুমদের মনে দিবেননা কষ্ট।
জালিমের দল সব হও সাবধান
জুলুমের থেকে নাও দু’হাত গুটিয়ে
নতুবা মিলবে পরে সুকঠিন শাস্তি।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১