ব্লগার ‘বিচার মানি তালগাছ (ভাগে)
আমার’ দিয়ে দিবেন শালিসের সবে
এমন চেতনা জাগে কারো অনুভবে,
নিকে তা’ বুঝান তিনি বাস্তব চিন্তায়।
মানুষ নিজের ভাগ চায় পুরোভাগে
পরের চিন্তায় আর কে থেকেছে কবে?
সে সকল আজকাল পড়ে থাক তবে
লুন্ঠন নিবৃত নয় পরের নিন্দায়।
আমরা এখানে আছি দিনকাল চলে
খুঁড়িয়ে খুঁড়িয়ে খুব। অনুভূতি আর
করেনা এখন কাজ, হতাশার দলে।
তালগাছ লয়ে চলে ঝগড়া দূর্বার,
দিশেহারা মানুষের ভাল নেই মতি
হেথায় শুধুই আছে সুকথন অতি।
ব্লগার বিচার মানি তালগাছ আমার
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৩২