আল-মুসাব্বির হয়ে মহারূপদাতা
নিরিবিলি গড়ছেন তাসবির সব
ভরপুর বৈচিত্রের নিরব সরব
আকৃতি সকল মনে প্রশান্তি ছড়ায়।
পোকা-মাকড় পতঙ্গ তরুলতা পাতা
পশু-পাখি ফুল-ফল করে অনুভব
হৃদয়ে বিস্ময় কত হয় যে উদ্ভব
মনদল সে রূপেতে আবেশে জড়ায়।
পরিবর্তীত রূপের হাজার হাজার
সৃষ্টিতে বুলিয়ে চোখ অন্তর আকূল
তোমায় স্মরণ করে।দেখি বার বার
নিরব প্রকৃতি মাঝে কিশোভা নির্মল!
হে আল-মুসাব্বির এ হৃদয়ের বাঁক
আপনার সৃষ্টি রূপে নিরন্ত অবাক।
মুছাব্বিরু
আকৃতি গঠনকারী মুছাব্বিরু হয়ে
জগতের সবকিছু সৃষ্টি করেছেন
ভিন্ন ভিন্ন আকৃতিতে নানান বৈচিত্রে
আলাদা রকমে যেন সব চেনা যায়।
শত শত কোটি সব মানুষের মাঝে
আলাদা করার মতো ভিন্নতা রয়েছে
প্রত্যেকে আলাদা করে চেনা যায় তাতে
নতুবা দন্ডের ক্ষেত্রে অসুবিধা হতো।
প্রজাতি রয়েছে তার আঠার হাজার
প্রত্যেক প্রজাতি আছে কত রকমেতে
তাতেও আবার আছে আলাদা রকম।
এমন আকৃতি দাতা মহাবিস্ময়ের
দেখে দেখে দু’চোখের পাতা পড়েনাতো
কুতজ্ঞ মস্তক তাতে অবনত হয়।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮