(এক)
মহা উদ্ভাবনকারী আল-বারী তাঁর
উদ্ভাবন রূপায়িত সৃষ্টি অবারিত
ছড়িয়ে ছিঁটিয়ে দিয়ে অনন্য সজ্জিত
জগতে করেন চির নিজ মহিমায়।
দেহতে করেন তিনি প্রাণের সঞ্চার
যা গেলে থাকেনা দেহ।তার উদ্ভাবিত
মানব গঠন দেখ কেমন নির্মিত
উত্তম এমন নেই কারো ভাবনায়।
মানুষ দেখেনা তারে হলো সে কেমন?
সে কি নয় তবে কারো উদ্ভাবন বড়?
এমনি উত্তম কিছু হয় কি এমন?
হয়েছে উত্তম রূপে সব হয়ে জড়
এ ক্ষেত্রে শুধুই আছে আল-বারী নাম
যে সত্য স্বীকারে আছে উত্তম সুনাম।
(দুই)
আল-বারী
আল-বারী উদ্ভাবন করেন সকল
মানুষের ক্ষেত্রে যারা এ প্রচেষ্টা করে
আল্লাহ তাদের নেন সাফল্যেতে বরে
মাত্রাপূর্ণ প্রচেষ্টায় মিলে প্রতি দান।
আল্লাহ না দিলে চেষ্টা হয় অসফল
এ ক্ষেত্রে সাফল্য ঘর শূণ্যে যায় ভরে
অবশেষে ব্যার্থ লোক কষ্ট পেয়ে মরে
মিলেনা তাদের ভাগ্যে কোন অনুদান।
যে ক্ষেত্রে যেমন লাগে তেমন সাধনা
সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজন হয়
এবার সে যেই হোক এ ছাড়া হবেনা।
বান্দাদের উদ্ভাবনে আল্লাহ যে রয়
আড়ালে সহায়তায়, তা' বুঝে যে বিজ্ঞ
সর্বক্ষেত্রে একাজেতে আল্লাহ অভিজ্ঞ।
বারিউ
বারিউ মুক্তির পথ মিলিয়ে দিলেন
দিয়ে আল ক্বোরআন অপার দয়ায়
এখন আমরা জানি বাঁচব কিভাবে
জাহান্নামের আজাব থেকে চিরস্থায়ী।
কে কি ভাবে জানে বুঝে অনুভব করে
বারিউ সব জানেন, ভুলেন না কিছু
পার মিলা তাঁর থেকে কঠিন ব্যাপার
ক্বোরআন বিস্তারিত বলেছে সে সব।
হে বারিউ হে বারিউ করছি জিকির
মৃত্যুর আজাব থেকে প্রথম বাঁচায়
তারপর মুক্তি চাই সকল বিপদে।
দয়ার সাগর তিনি কাঠিন্নে তেমন
ভিতির কারণ সেথা সকলের জন্য
হে বারিউ আমাদেরে মার্জনা করুন।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪