আল-মুতাকাব্বিরের সমগ্র সত্ত্বায়
পরম গৌরবাম্বিত স্বভাব বিস্তৃত
তাঁর সৃষ্টিরাজ্য জুড়ে রয়েছে বিবৃত
সে সত্য অসীম রূপে প্রত্যেক সীমায়।
অবহেলে তাঁরে রেখে কে কোথায় যায়?
কে দেয় কেমন করে বক্তব্য বিকৃত?
ধরায় তাদের টুটি তারা হবে ভীত
দেখবে চুড়ান্ত রূপে তারা নিরুপায়।
মহিয়ান গরিয়ান গুণের উদ্ভাস
গৌরবের যেথা নেই অণুমাত্র কম
অনন্ত সীমানা জুড়ে সৃষ্টির উল্লাস
মহা বৈচিত্রের আছে অগণ্য রকম।
তাঁর প্রতি নত শীরে ঝলমলে আলো
অমান্যে অনন্ত আছে ঘনঘোর কালো।
মুতাকাব্বিরু
মুতাকাব্বিরু নিজের গুণে গরিয়ান
বলে তাঁকে কোন কাজে ঠেঁকাতে পারেনা
জগতের কেউ কোন সামান্য সময়ে
ক্ষুদ্রতর পরিমান, দূর্নিবার তিনি।
তাঁর ইচ্ছেমত তিনি বাধাহীন ভাবে
অবলিলে কাজ করে চলেন নিরন্ত
যাঁর কর্ম ক্ষমতায় প্রতিরোধ গড়া
চিরদিন অন্যপক্ষে অসম্ভব অতি।
তাঁর পক্ষে বড়াইয়ে সঠিকতা আছে
বলে অন্য পক্ষে এটা অসম্ভব সদা,
সে জন্য মিথ্যা বড়াই অপরে নিষেধ।
অহমিকা কেহ তাঁর থামাতে পারেনা
কোন দিন কোন কালে কোন সময়েতে,
হও বল্লে হয়ে যায় আদেশেতে তাঁর।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫