বিপদে আপদে আল- মুহাইমিনের
(পরম রক্ষাকারীর)রক্ষার আশায়
লোকেরা তাঁকেই ডাকে।কারণ রক্ষায়
সবচেয়ে উপযুক্ত সে প্রভু মহান।
আল-মুহাইমেনের বিরাট মনের
কারণে সমান্য প্রাণী তাঁর থেকে পায়
যথাযথ সহায়তা।যারা নিরুপায়
তাদের অবশ্য লাগে তাঁর মহাদান।
কখনো অনেক জন যন্ত্রণায় ভোগে
না পেয়ে সাহায্য কোন ভোগায় দূর্গতি
আল-মোহায়মেনের প্রতি থাকে রাগে।
সে তারা আবার পেয়ে সুখের সুগতি
জানায়না কৃতজ্ঞতা।কষ্টের সেকালে
অনেকে সহেন,‘পূণ্য’ পেতে পরকালে।
মুহাইমিনু
রক্ষণাবেক্ষণকারী মুহাইমিনুর
রক্ষণাবেক্ষণে আছে সমগ্র জগৎ
তার সৃষ্টি সব আছে পরিপাটি রূপে
যে দিকে পড়বে দৃষ্টি সাজানো সুন্দর।
আবার সে সব সৃষ্টি থাকে যেন ঠিক
মুহাইমিনুর তাতে আছে সুনজর
যার আয়ু তিনি যেটা ঠিক করে দেন
সেটা ঠিক ততকাল ঠিক ঠিক থাকে।
মুহাইমিনু চাননা যে সৃষ্টির টিকা
তার টিকে থাকা আর সম্ভব হয়না
সে সৃষ্টি বিনষ্ট হয় দ্রুত সময়েতে।
রক্ষণাবেক্ষন কাজে এমন যে তিনি
তার ইচ্ছেমত হয় টিকা ও না টিকা
এভাবেই জগৎটা চলছে নিরন্ত।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮