আস-সালাম পরম শান্তি বিধায়ক
জগৎ সমূহ জুড়ে।কামনা সবার
সুখে দিন যাপনের উপায় বিস্তার;
যা দানে সক্ষম শুধু এ আস-সালাম।
মানুষ তখন হয় শান্তির প্রাপক
যখন থাকেনা তার ঘাটতি চেষ্টার;
নিজের সকল কাজে।সুখের তেষ্টার
লাঘব হয় থাকলে সাধনার দাম।
শান্তি অবশ্য পায় যে উপযুক্ত হয়
কাজ ও কৃতজ্ঞতায়।সুযোগ্য না হলে
শান্তি দান সালামের কোন দায় নয়।
কতজন নিজমতে কতকথা বলে
কিন্তু আত্মার শান্তিতে আছে সবশান্তি
অশান্তি হবেই মনে থাকলে বিভ্রান্তি।
সালামু
সালামু মিলান শান্তি সবার জীবনে
শান্তির নিমিত্তে তাঁর বিবিধ ব্যবস্থা
রয়েছে জগৎজুড়ে প্রয়োজন মতো
মানুষদের সে শান্তি খুঁজে নিতে হয়।
জান্নাতে অপার শান্তি রয়েছে সঞ্চিত
সে জন্য করতে হয় নিত্য ইবাদত
সালামের নির্দেশের অনুসারে সদা
নতুবা থেকেও সেটা ঝুটেনা কপালে।
শান্তিময় জীবনের প্রত্যাশা সবার
তারজন্য সালামের প্রত্যাশা পূরণ
করা চাই জীবনের সকল বিষয়ে।
শান্তির মালিক যিনি তাঁকে বাদ দিয়ে
শান্তি আশা অমূলক অহেতুক চিন্তা
তাঁর সন্তুষ্টির মাঝে শান্তি বিদ্যমান।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১