শৈবাল আহম্মেদের অকপট কথা
সাহসের পরিচয় পরিপক্কতায়
অবশ্য বহন করে।ধর্মের পাতায়
অনেক ক্রস দেখেছি বিরুদ্ধ মতের।
তারসব কথা নয় অবশ্য অযথা
অনেক ফাঁক ফোঁকর ধর্মের কথায়
দেখা যায় ধার্মীকের ভুল ভাবনায়
আর কতিপয় মন্দ কাজে অসথের।
ভুল ধরতেই ভুল কখনো এমন
হতেই পারে। শৈবাল ঝাপসা দৃষ্টিতে
ভুল দেখে ভুল ভাবে, সেখানে তেমন
সত্য থাকেনা অন্তত এ আমার মতে।
যে যার কর্মের ফল ভোগ করে যাবে
নিজের অর্জন সবে হাতে হাতে পাবে।
ব্লগার শৈবাল আহম্মেদ
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২১