ব্লগার রাকু হাসানের ‘কথাছিল’ পড়ে
তার স্বপ্ন পূরণের আশা অসম্ভব নয়
বলেই মনে হয়েছে।ছন্দের মায়ায়
সেথায় পাঠক সব হারায় নিজেকে।
সে কবিতা সাগরের নীল জলে গড়ে
সবুজ সুন্দর দ্বীপ।আকাশে যেথায়
চন্দ্রের টিপ জোছনা নিমিশে ছড়ায়
আকুল অবাক মন ফিরে দিকে দিকে।
কবিতার মত করে ছুটে গল্প রথ
এঁকে বেঁকে ছুটে চলা গেঁয়ো পথ ধরে
যেন পল্লী বধুদের নাকে থাকা নথ
ক্রমাগত দুলে চলে পবন আদরে।
মুগ্ধতায় ভরে মন দেখে অফুরান
সে স্নিগ্ধ চন্দ্রিমা যেন প্রত্যয়ী নিশান।
ব্লগার রাকু হাসান
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭