অতঃপর হৃদয়ের মালঞ্চে ফুলেরা
ফুটে দলে দলে রাতে।তারা জোছনায়
শিশির ভেজা পাপড়ি মেলে দোল খায়
বাতাসে। বৃন্ত চ্যুতির পর ঝরে পড়ে।
সবুজ ঘাসের বুকে গড়িয়ে দৃষ্টিরা
ঝরাফুল দেখে যারা থাকে অপেক্ষায়
কেউ নিয়ে যাবে তুলে বলে কামনায়
তারা যেন কল্পনার অট্টালিকা গড়ে।
ঝরাফুল সাহিত্যের ঝরঝরে দীপ্তি
সেথায় রূপেরা থাকে লুকিয়ে আড়ালে
পাঠকেরা একে একে পড়ে নিয়ে তৃপ্তি
হৃদয় আঁধারে এরা জোৎস্না ছড়ালে।
পোষ্ট যেন সোনা রোদ চমকিত মনে
চুপি চুপি কথা বলে পাঠকের সনে।
ব্লগার অতঃপর হৃদয়
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৪