মনের পশুর দলে তাড়নে বিস্তর
মনবনে টারজান অনেক খাটেন
মনেতে গজানো সব জঙ্গল কাটেন
খুরধার কথাদের বুনোছোরা দিয়ে।
অন্যায়ের ধরে টুটি নাদিয়ে নিস্তার
সামান্য কোথাও কোন,এরাজা হাঁটেন
দূর্নিবার দূর্বিনীত, আবার বাটেন
অকথায় চেপেজোরে ভারে পিষেদিয়ে।
তীক্ষ্মধার কথা তার মন্তব্য বেলায়
কেটেকুটে ছারখার করে দেয় ভ্রান্তি
জল কলকলে ভেসে আনন্দ ভেলায়
অবোধে জাগিয়ে বোধ পায়মনে শান্তি।
সবকাজে টারজান উথাল পাথাল
মনেথাকে ঢেউ তার সর্বদা উত্তাল।
ব্লগার টারজান ০০০০৭
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪