জহিরুল ইসলাম সেতু, ধর্ম যার
অসহ্য, বাড়াবাড়ির কারণে আত্মায়
এর প্রতি ঘৃণা জন্মে চিন্তা-চেতনায়
ধর্মের প্রতি এমন ক্ষুব্ধ এ ব্লগার।
বাড়াবাড়ি ছেড়ে চলা সব জনতার
একান্ত উচিৎ কাজ।আচার-কথায়
বাসনা কামনা আর সব প্রার্থনায়
তাতে হবে অবশান সব যন্ত্রণার।
ধর্মের বিলোপ হবে সে আশাটা ভুল
তবে এর বাড়াবাড়ি ছাড়া যায় তবে
একথা দেখুন ভেবে প্রিয় জহিরুল
সঠিকটা আপনাকে বুঝতেই হবে।
ধর্ম নিয়ে কূ-মন্তব্যে বাড়ায় অশান্তি
দূর হতে হবে দ্রুত এসবের ভ্রান্তি।
বিঃদ্রঃ কবিতা বিষয়ে জনাব সেতু যা বলেছেন-
ধর্ম যেখানে শান্তির, কল্যাণের, মানবতার মুক্তির; সেই ধর্মের প্রতি আমার অগাধ শ্রদ্ধা। ধর্ম যখন সৃষ্টির সেরা জীব মানুষে মানুষে বিভক্তি ঘটায়, ধর্ম যেখানে সাম্প্রদায়িক উস্কানীর মাধ্যম, সেখানে আমার চরম ঘৃণা। মানবতা আর বিবেকবোধ ছাড়িয়ে ধর্ম যখন পরকালের কিংবা পরজন্মের পাথেয় হয়ে দাঁড়ায়, ওসব ধর্মের প্রতি আমার অনীহা তখন প্রবল হয়ে উঠে। ধর্ম নিয়ে গোরামী বা
বাড়াবাড়ি সত্যিই অসহ্য লাগে।
ধর্মকে বিশ্বাসের স্থানে সমুন্নত রাখাটা আমার যেমন পছন্দ, তেমনি পরধর্ম সহিষ্ণু মানবিক বোধ সম্পন্ন সকল ধার্মিকের প্রতিই আমার অকুণ্ঠ শ্রদ্ধা।
জ্ঞানের তৃষ্ণা আমার দুর্নিবার। বিজ্ঞান ও যুক্তির প্রতি সর্বোচ্চ আকর্ষণ। সেখানে ধর্মের সংশ্লিষ্টতা বা সংঘর্ষ থাকার কথা নয়।
আমারো একজন স্রষ্টা আছেন, কোন ধর্মের বাত্যাবরণে তাঁকে বাঁধি না। তিনি আমার অন্তর্যামী, মনের ঘরে যার নিত্য বসত।
এই হলো জহিরুল ইসলাম সেতুর ভাবনা। সনেটের সাথে সহমত/অন্যমত আপনার বিবেচনা।
ব্লগার জহিরুল ইসলাম সেতু
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪