ব্লগার হাসু মামার জ্ঞান কৌতুহলে
রয়েছে বিষয় সব।মামার লেখায়
কতশত কথামালা ভাষা বর্ণনায়
গড়াগড়ি খায় কত গদ্য পদ্য রূপে।
মামার কথার নীল স্বচ্চ শুদ্ধ জলে
ভাগ্নেদের দল নামে। অবগাহে হয়
পরিচ্ছন্ন অন্তরের।যেথা জেগে রয়
বিবেকের নিশাচর আড়ালে নিশ্চুপে।
লেখার বৈচিত্র দেখে হয়রান মন
একটু জিরোতে চায় দু’নয়ন বুঁজে
আবার কানেতে শুনে নীতির গর্জন
চেতনার পদচায় চলতে সহজে।
মামার লেখার দিকে চেয়ে বারে বারে
সাহিত্যের বালিকারা উঁকি ঝুঁকি মারে।
ব্লগার হাসু মামা
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৫