সামিয়া আক্তার প্রিয়া, এখন সময়
গুণের স্নিগ্ধ আলোয় নিজেকে গড়ার
পুরো আপাদমস্তক, বাড়ানো চিন্তার
পরিধি দীগন্ত জুড়ে, চেষ্টায় প্রবল।
মেলে ধর সর্বলোকে নিজ বোধদয়
গড়তে প্রাসাদ এক স্বচ্চ চেতনার
হয়ে উঠ লোকদের অনুপ্রেরণার
নিখাঁদ এক উৎস দীপ্ত সুনির্মল।
নিজকে সুকাজে রেখে সময়ে প্রত্যেক,
অপরের মঙ্গলের সুচিন্তার মতি
জগতের জন্য এটা আদর্শ অনেক।
আলস্যের চর্চা নয় কাজে রেখে গতি
সময়ের অপচয় না করা উত্তম
তাহলেই কোন ক্ষেত্রে হবেনা অধম।
বিঃদ্রঃ সামিয়া আক্তার প্রিয়া হয়ত এমন কেউ যে বড় হতে চায়। তবে কবিতার চরিত্র শতভাগ বাস্তব। চরিত্রের অনুরোধে কবির কবিতা লেখা। চরিত্র কবির কন্যা স্থানীয়া।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০