ঝরঝরে মুঠিমুঠি ঝরেপড়ে তারা
যেন তারা নীলিমায় খসেপড়ে যায়,
একে ছন্দখচা বলি যেন কবিতায়
যেথায় লাবণ্য হলো স্নিগ্ধ নিরুপমা।
পাঠক হৃদয় তাতে হয়ে আত্মহারা
কবিতা সাগর জলে একা সাঁতরায়
মহানন্দে একা একা কি নির্ভাবনায়
ভাবছি এ কবিতার কি দেব উপমা?
লাবণ্য সাহিত্যে তাঁর পক্ষ সঞ্চারণ
করে অনাবিল দর্পে, বিমুগ্ধ পাঠক
পায় তাতে অনুক্ষণ অমৃত চরণ।
কি গল্প কি কবিতার নির্মল সড়ক
অনায়াসে চলে যায় অন্তরের গাড়ি
মুগ্ধতার তালে দিয়ে বহুপথ পাড়ি।
ব্লগার লাবণ্য
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪০