(এক)
কাল্পনিক ভালবাসা রন্ধন শিল্পের
পরিপাটি শিল্পী এক।জিবে জল আসে
খাবারের বর্ণনায়। প্রভাতের ঘাসে
তা’যেন শিশির সিক্ত, হীরে ঝলমল।
সাবলিল আলোচনা রন্ধন গল্পের
সুঘ্রাণ ছড়ায় যেন নির্মলা বাতাসে,
মনেতে আনন্দ নৃত্য ভোজন উল্লাসে
তৃপ্তিরা পাখনা মেলে, বিহঙ্গ চঞ্চল।
জীবনের হিসেবের প্রদীপ্ত গণিত
অন্তর আকাশে উড়ে মুক্তির আনন্দে,
শূণ্যরা সেথায় যেন দোলে দোলে নড়ে
একের ডানেতে বসে আন্তরিক ছন্দে।
কল্পনার রাজ্য জুড়ে চন্দ্রের প্রদীপ
আলোময় করে রাখে হৃদয়ের দ্বীপ।
(দুই)
কাল্পনিক ভালবাসা (মাননীয় মডু)
কাল্পনিক ভালবাসা মোজাদ্দিদ আল
ফাসানি জাদিদ এর প্রচেষ্টা দূর্বার
ব্লগটা সুন্দর করে রেখে অনিবার
সবার আনন্দময় করেন সময়।
কতিপয় দুষ্টলোক রয়েছে ভেজাল
যাদের চরিত্র হলো করা অনাচার
তাদের ভীষণ এক আছে সমাচার
এবার পতন হবে তাদের নিশ্চয়।
মহোদয় আপনার পোষ্ট পড়ে খুব
বুঝলাম অপরাধী পালাবার পথ
আর খুঁজে পাবেনাতো।জলে দিয়ে ডুব
বাঁচবেনা কোন আর সেসব অসথ।
ভাল সব ব্লগারের অন্তরে আনন্দ
মলিন হবেনা আর ব্লগারের ছন্দ।
ব্লগার কাল্পনিক ভালবাসা
বিঃদ্রঃ ইনি সামুর মাননীয় মডু
# বর্ষপুর্তি পোষ্ট
# সামুতে এক বছর
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫