গল্পকার সিগন্যাস গল্পের ভূবনে
সমাদৃত। ভূতদের প্রিয়জন হয়ে
তিনি লেখেন তাদের কর্ম পরিচয়ে
অতিপ্রাকৃত গল্পের দূর্দান্ত ঘটনা।
ত্যানাদের নিয়ে তাঁর কথা জমে মনে
ঘুরপাক খায় সব নিভৃত হৃদয়ে
নাড়া দিয়ে যায় তাঁর দীপ্ত বোধদয়ে
তাই নিয়ে চলে তার কাহিনী রচনা।
জ্বীন-ভূত অনেকের কাছে বিশ্বাসের
কোন কিছু নয় বলে এসবের ভাবে
তারা থাকে নির্বিকার। বিশ্বাসে যাদের
এরা আছে এদেরকে তারা ভয় পাবে।
সিগন্যাস এভাবেই কাহিনীটা বলে
ত্যানরা তখন যেন সোজা আসে চলে।
ব্লগার সিগন্যাস
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৯