ব্লগার স্রাঞ্জি সে ঘুরে পথ বাঁকে বাঁকে
দেখে পৃথিবী যেথায় নির্মোহ বহতা
নদীর মত দূরন্ত সেথায় সততা
ছড়িয়ে দিতে, যেন তা’ সহজে ছড়ায়।
তাঁর কবিতারা সব ভাবনার ফাঁকে
প্রত্যাশার জ্বাল বুনে । বিমর্ষ মুগ্ধতা
প্রশান্ত অন্তর রাজ্যে আনে নিরবতা
যা মনকে নির্বিকার আবেসে জড়ায়।
কবি কথায় জীবন্ত বার্তা খেলা করে
মুক্তির আনন্দে বসে উল্লাসের হাঁট
কেউ এসে নিরিবিলি দু’টি হাত ধরে
নায়ে চড়ে চলে যেতে কবি খোঁজে ঘাট।
নীল আকাশের তলে সবুজের কোলে
কবির উদাস মন উঠে দোলে দোলে।
ব্লগার স্রাঞ্জি সে
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৯