ব্লগে চঞ্চল হরিণী অনিবার মনে
ছুটে চলে সাহিত্যের তরু বিথী ছায়
গদ্য পদ্য চিত্রকল্পে দীপ্তি সুষমায়,
সেথায় সুখেরা আসে রঙধনু রূপে।
কথাদল অরণ্যের সুগভীর বনে
চঞ্চল হরিণী ছুটে।সচকিতে চায়
ভুলরূপ বাঘেরা না ঘাড় মটকায়
ঝোঁপেতে লুকিয়ে থেকে আড়ালেতে চুপে।
চেয়ে দেখি প্রজাপতি পত্র পুষ্প দলে,
জোনাকিরা জ্বলে নিভে জ্বালে মিটি মিটি
ক্ষুদ্র ক্ষুদ্র আলো কণা।ঝিঁ ঝিঁ কথাবলে
রাতেরে জাগিয়ে রাখে, সব পরিপাটি
হরিণীর ব্লগবনে।করি অনুভব
কথা ফুল পাখিদের নিত্য কলরব।
ব্লগার চঞ্চল হরিণী
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১২