ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করা
সবদিক থেকে ভাল।ভুয়ার জবাবে
শুরুহলে পাল্টাভুয়া কে কোথায় পালাবে
বাঁচাতে নিজের জান? এ বড় বিপদ!
পেয়েছি নিজের কাজে তাঁকে আনকোরা,
দেখেন বিদেশ ঘুরে।প্রীতির স্বভাবে
নেই তাঁর মলিনতা, সেথা খুঁজে পাবে
সৌজন্য, চরিত্রে তাঁর এ হলো সম্পদ।
শুনে তাঁর প্রাত্যহিক জীবনের গল্প
মুগ্ধমন অনুক্ষণ দেখে পরিটাটি
সে গল্পের মাঝে আছে কারুময় শিল্প
নিখুঁত সুন্দর যার চিত্ররূপ খাঁটি।
এ গুণীর জীবনের প্রতি বাঁকে বাঁকে
গুণের ফুলেরা যেন ফুটে ফুটে থাকে।
ব্লগার ভুয়া মফিজ
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৮ রাত ৮:০২