কবি মিথি মারজান, পায়ে পায়ে তাঁর
শব্দরা লুটিয়ে পড়ে,স্থান দিতে দোলে
পূর্ণিমার চন্দ্রিমায় আকাশের কোলে
তুষারের শুভ্রতায় ছন্দের মেলায়।
লুপে নিয়ে শব্দদল প্রীতি উপহার
অবাক বিস্ময়ে কবি দেখে কৌতুহলে
ছন্দরা ঘনিষ্ঠ হয়ে তাঁর মনে বলে
তুলে নাও আমাদেরে কাব্যের ভেলায়।
কবির হাতের যাদু ছন্দের চমক
জড়িয়ে জড়িয়ে থাকে প্রতি পদে পদে
কথার রত্নরা সেথা করে চক চক
যেন তারা হতভম্ব রূপের উম্মাদে।
টলমল কাব্য কথা করে ঝলমল
যেন তারা নিত্য কাব্যে হরিণী চঞ্চল।
ব্লগার মিথি মারজান
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪০