আল কুদ্দুস পরম পবিত্র মালিক,
গুণের নিরিখে যাঁর অনন্য সৃজন
অবলোকে জ্ঞানীগণ নিবাসে নির্জন
বিমোহীত হয়ে পড়ে ধ্যানমগ্নতায়।
আহা কি চমৎকার সে শ্রেষ্ঠ খালিক
যার সৃষ্টিরূপ দেখে স্থবির নয়ন
কতরূপ চারুকারু অপূর্ব চয়ন
যেথায় ঘাটতি নেই সামান্য মাত্রায়।
অপরূপ শিল্পশৈলি নেই দূর্বলতা
যাতে নেই খুঁত কোন, শূণ্য যাতে ত্রুটি
তেমন সৃষ্টির রাজ্যে নেই মলিনতা।
তাঁর কাজে বদনামে চির দিয়ে ছুটি
দেখবে অঠাঁই তাঁর করুনার তল,
পবিত্র দোষের থেকে গুণেতে সচল।
কুদ্দুছু
কুদ্দুছু নিখুঁত কাজে ত্রুটিহীন তিনি
যাবতীয় দোষ থেকে পবিত্র এ সত্ত্বা
যেখানে যেমন চাই তেমনটা আছে
বেশী-কম নেই কিছু যথাযথ সব।
কুদ্দুছের অনুভবে চোখ থাকা চাই
নিজেকে নিজেই দেখ আয়নায় চেয়ে
অঙ্গ সব ঠিকঠাক আছে যে সাজানা
পারবেনা একটার বিকল্প ভাবতে।
আলাদা আলাদা সব আঙ্গুলের ছাপ
শতশত কোটি জনে মিল নেই কোন
এতশত ভিন্নতায় নিখুঁত সৃজন।
সৃষ্টি দল দেখে দেখে এনত মস্তক
কুদ্দুছের ভাবনায় হয় অবনত
এভাবেই তাঁকে চিনে মেনে নিতে হয়।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১১