হে সৈয়দা গুলশান ফেরদৌস জানা,
কিছুটা জেনেছি সামু কি করে দাঁড়াল
শক্ত ভিতের উপর?আলোক ছড়াল
বিশ্বময় আমাদের এ মাতৃভাষায়?
আপনি কি পরিমাণ খেটেছেন তা’না
জানলে বুঝা যাবেনা কিভাবে জড়াল
মানুষেরা সব ব্লগে।দু’হাত বাড়াল
জানা, সেজন্য মুগ্ধতা সামুর পাড়ায়।
যোগ্যতার দীপশিখা সামুর প্রদীপে
আলো ঝলমল দেখি পৃথিবীর প্রান্ত।
এ আঙ্গিনা পরিপাটি হলো ধাপে ধাপে
এতে আছে অনেকের সাধনা অক্লান্ত।
সুন্দরের জন্য লাগে প্রচেষ্টা সুন্দর
সেই সাথে লাগে আরো সুদৃঢ় অন্তর।
বিঃদ্রঃ আমাদের প্রাণপ্রিয় সামুর সবার প্রিয় হওয়ার যোগ্যতায় গড়ে তোলার জন্য আমাদের সামুর মাননীয় প্রতিষ্ঠাতা ও এডমিন কি পরিমাণ খেটেছেন নেট থেকে এর কিছুটা জেনে কৃতজ্ঞতা থেকে তাঁকে নিয়ে আমি এ সনেট রচনা করেছি।
তাঁকে নিয়ে আমার লেখা প্রথম সনেটে তিনি যে মন্তব্য করেছেন তাতে ব্লগারদের প্রতি তাঁর অসামান্য হৃদ্যতা ফুটে উঠেছে, মন্তব্যটি নিম্নরূপ-
ব্লগারদের কাছে শুনেছি তা হলো ' এই প্ল্যাটফর্মটি তো আর আপনাদের নয়; এটি সম্পূর্ণ আমাদের। এটি যেকোন কারণে সামান্য সময়ের জন্যে বন্ধ থাকলে আমাদের অস্বস্তি হয়, দম বন্ধ হয়ে আসে"। এটা বড় আনন্দের, আমার জন্যে বড় পাওয়া।
যত্নে তৈরী একটি বাগান যেমন ফুলে-ফলে সেজে ওঠে, সৌরভ এবং সৌন্দর্য বিকাশ করে তেমনি আগাছাও জন্মে। কীট-পতঙ্গও আসে। সঠিক পরিচর্যায় আবার এসব অদরকারী জিনিষগুলোর ক্ষয় হয়, বিলুপ্তি হয়। কিন্তু সৌন্দর্য আর সত্যের ক্ষয় নেই, মৃত্যু নেই, জয় অনির্বায।
আমরা সবাই যেন আমাদের দায়িত্বটুকু থেকে সরে না যাই। ভাল থাকবেন সবসময়। মঙ্গল হোক।
ব্লগার জানা
সনেট-১
সনেট -২
সনেট কাব্যে সামু ব্লগার
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৮