কবি নূর-ই-হাফসা ছন্দ রঙে মেখে
ফুল পাখিদের গান, একলা আকাশ
দোদল দোলার দোলে টেনে ধরে রাশ
ইচ্ছে হলে পদ্য দলে কি আলো ছড়ান।
পদ্মসম পদ্যদলে পদ্ম চোখে দেখে
প্রভাত বেলা হাঁটেন।এলোমেলো কাশ
ফুলদলে ছুঁয়ে ছুঁয়ে কথার প্রকাশ
করে,তা’দিয়ে সবার অন্তর জুড়ান।
আলোর ভিতর আলো প্রতিটি পাতায়
একটু একটু করে উঁকিঝুঁকি মারে
দু’টি অবাক চোখে কবি দেখে তায়
চোখ ফিরিয়ে সেদিক দেখে কবিতারে,
বেঁধে ছন্দে পদ্য কথা ঢেউ টলমল
করেন সর্বদা কবি প্রদীপ্ত উজ্জ্বল।
ব্লগার নূর-ই-হাফসা
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৩