সৈয়দ ইসলাম কি সুতীক্ষ্ম দৃষ্টিতে
দেখেন সমাজ দেহে পিশাচী বিপাকে
স্থান পাওয়া রুগ্নতা।জীবনের বাঁকে
বিরাজিত ধোঁয়াশার দৃষ্টি অন্তরালে।
মানুষের বিবেকের চেতনা সৃষ্টিতে
অবিরত প্রচেষ্টায় ন্যায়ের পোশাকে
তাদের সাজাতে চির, প্রচেষ্টায় থাকে
তাঁর মন, সর্বদায় অলক্ষে আড়ালে।
উল্টা-পাল্টা কি রকম মানুষের কাজ
স্ববিরোধী, বিরক্তির শেষ প্রান্তে সব
অবস্থান করে থাকে, দেখা যায় আজ।
এসব গভীর ভাবে করে অনুভব
সৈয়দ সাহেব সদা ছড়ান সুবাস,
সত্যসাথে যেন সবে করে বসবাস।
ব্লগার সৈয়দ ইসলাম
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৮ রাত ৯:০৭