কাল্পনিক ভালবাসা সামুর লেখার
পর্যবেক্ষণ দায়িত্বে নিয়োজিত থেকে
নিজেও লেখেন কিছু।চলে এঁকে বেঁকে
তাঁর কথা নদীগুলো খরতর বেগে।
পরিবর্তন নিমিত্তে সৃজিত ভাষার
পরিশীল চিত্রকল্প রুচির পোশাকে
সাজিয়ে তোলেন তিনি।দেখে একে একে
চান যেন মানবতা নিত্য উঠে জেগে।
নিবন্ধে আবদ্ধ তাঁর কথাদের দল
নিশির শিশিরে ঝরে।প্রভাত বেলায়
শিউলি তলায় দেখি ঝরেপড়া ফুল।
মুজাদ্দিদ হয়ে তবে বিবেক ভেলায়
এগিয়ে চলুন নিজ সুলক্ষ্যের পানে
সভ্যতা এগিয়ে দেয়া উচ্ছাসের টানে।
ব্লগার কাল্পনিক ভালবাসা
বিঃদ্রঃ ব্লগার কাল্পনিক ভালবাসা সামুর মাননীয় মডু
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৮ সকাল ৯:২৩